নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলীয়াবাদ উত্তর কবরস্থানের দক্ষিন দিক লাগোয়া পূর্ব-পশ্চিম দিক দিয়ে যাওয়া রাস্তা ব্যবহার করতে পারছেন না স্থানিয় বাসিন্দারা। প্রভাবশালী প্রতিবেশি আবু সামা গংদের বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানিয় বাসিন্দা প্রবাসী বিজয় সরকারের স্ত্রী লিপি আক্তার ভুক্তভোগীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজিব চৌধুরী বরাবর রাস্তা ব্যবহারে সহযোগিতা ও রাস্তা প্রশস্তকরনের দাবিতে আবেদন করেছেন।
আবেদন সূত্রে সরজমিনে গিয়ে জানা যায়, মাঝিকাড়া, কনিকাড়া গ্রামসহ কয়েকটি গ্রাম থেকে আসা পরিবারগুলো দীর্ঘ ২০ বছর আগে বসত-ভিটেটি কিনেছিলেন বাড়ি নির্মানের জন্য। কিন্তু প্রতিবেশি আবু সামা গংদের বাঁধার মুখে তারা এখানে বাড়ি করতে পারছেন না। এছাড়া স্থানিয়রাও তাদের সাথে কয়েকবার আলোচনা করেও কোন সুরাহা পায়নি। আবু সামা গংদের দাবি এটা তাদের পারিবারিক রাস্তা।
লিপি আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমরা বাড়ি-ঘর করতে গেলে আবু সামারা বাঁধা দেয়। অন্য কোন রাস্তা না থাকায় আমরা বাড়ি-ঘর করতে পারতেছি না। বাধ্য হয়ে আমাদেরকে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। রাস্তাটি ব্যবহারের পাশাপাশি যদি আরো ১০০ ফুট লম্বা সংযোগ রাস্তা নির্মান করা হয় তাহলে আমরা উপকৃত হবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজিব চৌধুরী বলেন, আমি অভিযোগের আবেদনটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি দ্রুত সুরাহা করা হবে।